যবিপ্রবিতে শহীদমিনার পরিষ্কার করল সচেতন শিক্ষার্থীরা
এস.কে ফাহাদ ফারদিন, ইংরেজি-৪র্থ বর্ষ, যবিপ্রবি, যশোর।
আর মাত্র ২০ দিন পর মহান শহীদ দিবস।দুঃখজনক হলেও, শহীদ দিবস চলে যাওয়ার পর কেউ আর শহীদমিনারের খোঁজ রাখে না।কিন্তু যবিপ্রবির ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের অনেক আগেই শহীদমিনার পরিষ্কারের উদ্যোগ নিয়েছে এবং তা বাস্তবায়ন করেছে।
গত এক বছরে যবিপ্রবির শহীদমিনারে কোন ঝাঁড়ু পড়েনি।এই জন্য ধূলায় আচ্ছন্ন ছিল শহীদমিনারটি ।যবিপ্রবির কয়েকজন শিক্ষার্থীর বিষয়টি দৃষ্টিপাত হলে তারা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইয়া-আপুদের জানায়। সিনিয়র ভাইয়া- আপুরা বিষয়টি জানার ১০ঘণ্টার মধ্য তাঁদের নিয়ে শহীদমিনার পরিষ্কারে নেমে পড়ে।প্রথমে ঝাঁড়ু ও পরে পানি দিয়ে ময়লা পরিষ্কার করে তাঁরা।এই সময় তাঁদেরকে বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নকর্মীরাও সহায়তা করে।
এই বিষয়ে শেখ হাসিনা ছাত্রী হল ছাত্রলীগের সাধারণ সম্পাদিকা বলেন বিশ্ববিদ্যালয়ের যেকোন ইতিবাচক কাজে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সহায়তা করতে প্রস্তুত।