যথাযথ মর্যাদায় নগর ছাত্রলীগের অমর একুশে পালন
খবর বিজ্ঞপ্তি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা শহীদ দিবস-২০২১ যথাযথ মর্যাদায় পালন করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। অমর একুশের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে শহীদ হাদিস পার্কে অবস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। এরপর সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়। এরপর দলীয় কার্যালয় হতে প্রভাতফেরী শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্কে এসে পুনরায় ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা শহীদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন কর্মসূচীতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, আসাদুজ্জামান বাবু, রণবীর বাড়ই সজল, মাহামুদুল হাসান শাওন, জব্বার আলী হীরা, ঝলক বিশ্বাস, জহির আব্বাস, ইয়াসিন আলী, দিদারুর আলম, কামরুল ইসলাম অপু, এসএম ইমাজ উদ্দীন, মাহামুদল ইসলাম সুজন, সোহান হোসেন শাওন, মাহামুদুর রহমান রাজেস, আব্দুল কাদির সৈকত, তরিকুল ইসলাম তুফান, এমএ হোসেন সবুজ, বায়েজিদ সিনা, আহনাফ অর্পন, জোয়েব সিদ্দিকী, সাগর মিত্র চিন্ময়, মোঃ সাইফুল ইসলাম, মশিউর রহমান বাদশা, প্রিতম সাহা, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, মুক্তাজুল ইসলাম সোহাগ, মহাদেব গাইন, জনি বসু, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, পিয়াল হাসান, আলী হোসেন, পল্লব হাসান শুভ, আবিদ আল হাসান, হাসান শেখ, রায়হান শিকদার, তানভীর ইসলাম সাব্বির প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ