যতদিন ইচ্ছে ততদিন চেন্নাইয়ের হয়ে খেলতে পারবেন ধোনি
অবশেষ সবাইকে চমকে দিয়ে শনিবার (১৫ আগস্ট) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে তার অবসর নিয়ে উদ্বিগ্ন নয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংস (সিএসকে)
কারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও এখনও সব ধরনের ক্রিকেটকে বিদায় জানাননি ৩৮ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
তার জন্য চেন্নাইও আশায় আছে, তাদের অধিনায়ক ধোনি আইপিএল খেলবেন। এমনকি ফ্র্যাঞ্জাইজিটির চাওয়া, যতদিন ইচ্ছে ততদিন চেন্নাইয়ে খেলুক তিনি।
রোববার (১৬ আগস্ট) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে সিএসকে’র প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথন বলেন, ‘সে (ধোনি) আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছে কেবল। সে সিএসকে’র হয়ে খেলতে যাচ্ছে। আমরা চায়, যতদিন ইচ্ছে সে আমাদের হয়ে খেলুক। আমরা ২০২১ সালের আইপিএলও তাকে খেলোয়াড় হিসেবে রেখে দিতে চায়। ’