যখনই দেশে কোন দূর্যোগ আসে তখন শেখ হাসিনা সকলের পাশে দাঁড়ান
রামপালে খুলনা সিটি মেয়র
রামপাল প্রতিনিধি
বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন হু হু করে বেড়ে যাচ্ছে। বিশে^র কোন দেশ এখনও এই সংক্রমকের কোন প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি। কেবলমাত্র সামাজিক নিরাপদ দূরত্ব আর স্বাস্থ্য বিধি মেনে চলতে পারলে অনেকটা নিরাপদ থাকা সম্ভব।
তিনি বলেন, বাংলাদেশে করোনা আক্রান্তের পর অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সরকার কর্মহীন ওইসব মানুষকে চাল, ডাল, তেল, লবন,পিয়াজ, আলুসহ বিভিন্ন ধরনের খাদ্য সহায়তা দিচ্ছে। দরিদ্র বান্ধব কর্মসুচির আওতায় ১০ টাকা কেজি দরের চাল বিক্রির পাশপাশি প্রতিমাসে আড়াই হাজার করে নগদ টাকা মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া হচ্ছে। খাদ্যের অভাবে দেশের কোন মানুষ যাতে কষ্ট না পায় তার জন্য সরকার উদ্্েযগ নিয়ে ঘরে ঘরে খাদ্য পৌছে দিচ্ছে। যখনই দেশে কোন দূর্যোগ আসে তখন প্রধানমন্ত্রী শেখ হািসনা সকলের পাশে এসে দাঁড়ায়।
তিনি গতকাল শনিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত রামপাল উপজেলার গৌরম্ভা, উজলকুড়, রাজনগর, বাইনতলা ও বাশতলী ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত প্রায় এক হাজার চারশত দরিদ্র মানুষের মধ্যে ত্রান বিতরন কালে এসব কথা বলেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আ. রউফ, ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, সরদার আ. হান্নান ডাবলু, তপন কুমার গোলদার, আলহাজ মোহাম্মাদ আলী, আব্দুল্াহ ফকির, গাজী আকতারুজ্জামান, হাওলাদার জুলফিকার আলী, গাজী রাশেদুল ইসলাম ডালিম, আশরাফুল আযম আকুঞ্জি, মাসুম বিল্লাহ, জুলহাস ইজারদার, ইসরাফিল হোসেন, আক্কের আলী, নিখিল চৌধুরী, মাখন লাল সরকার, বদরুজ্জামান, হারুনার রশিদ, মুজিবুর রহমান, মিজানুর রহমান, ফকির দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর মেয়র বেলা ১২টায় রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ২০৭ জন ঈমামের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের পাঁচ হাজার করে টাকার চেক তুলে দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল, ভাইসচেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইসচেয়ারম্যান হোসনে আরা মিলি উপস্থিত ছিলেন।