December 21, 2024
আঞ্চলিক

যক্ষ্মা রোগী সনাক্তকরণে শিক্ষকদের করণীয় শীর্ষক নাটাবের মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি

য²া রোগী সনাক্তকরণে শিক্ষকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা মহানগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ পাইওনিয়র মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিরনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব খুলনার আয়োজনে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভা নাটাব খুলনা সভাপতি ভাষা সৈনিক বেগম মাজেদা আলী’র সভাপতিত্বে ও সাংবাদিক এস এম নূর হাসান জনি এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ।

মূখ্য আলোচক ছিলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা মো: আতিয়ার রহমান শেখ। বিশেষ অতিথি ছিলেন, ব্রাক খুলনার ম্যানেজার আবু শামীম, পাইওনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফরোজা খানম। স্বাগত বক্তব্য রাখেন নাটাব খুলনার সদস্য হাসান জহির মুকুল। সার্বিক তত্তাবধায়নে ছিলেন, নাটাব খুলনার এফএল এস তরুণ কুমার বিশ্বাস। মত বিনিময় সভার প্রধান অতিথি ডা: সুজাত আহমেদ বলেন, যক্ষা এখন আর মহামারি নয়। চিকিৎসার মাধ্যমে যক্ষা নির্মূল করা সম্ভব।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *