ময়ূর নদীসহ খাল দখলকারীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার আহবান
উপকূলবাসীর আন্দোলনের সভায় বক্তারা
খবর বিজ্ঞপ্তি
জলবায়ু বিপর্যয়রোধে উপকূলবাসীর আন্দোলন খুলনা বিভাগীয় কমিটির এক সভা ১ সেপ্টেম্বর রবিবার বিকাল ৪টায় নগরীর নিরালাস্থ বেলা অফিসে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এ্যাড. শামীমা সুলতানা শিলু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এসএম ইকবাল হোসেন বিপ্লব। বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মুকুল, শরিফুল ইসলাম সেলিম,হামিদা খানম, বাহালুল আলম, মো: আল মামুন, শেখ আবু বক্কর সিদ্দিক সাহান, মো: কামরুল ইসলাম কাজল, মো: মনির হোসেন প্রমুখ।
সভায় বক্তারা খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন ময়ূর নদী এবং নগরীর বিভিন্ন খাল যারা দখল করে আছেন তাদের সম্পূর্ণ উচ্ছেদ না করা পর্যন্ত নদী খাল মুক্ত করার অভিযান যেন অব্যাহত রাখা হয়। কোন দখলদার যেন সরকারদলীয় প্রভাব বিস্তার করে চলমান অভিযানকে প্রশ্নবিদ্ধ না করে। আমরা আশাকরি খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন কোন অপশক্তির জন্য তাদের এ উদ্যোগ থমকে রাখবেন না। খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে নদী-খাল, জলাশয় দখলবাজদের নিকট থেকে উদ্ধার করা জরুরী। সভায় আগামী ৪ সেপ্টম্বর বিকাল ৪টায় ময়ূরনদী পাড়ে চলমান অভিযান জোরদার করার দাবী জানিয়ে মানববন্ধন করার সিদ্ধান্ত গ্রহীত হয়।