ময়মনসিংহে ৪ লাশ উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
ময়নসিংহে পৃথক স্থান থেকে এক কিশোরী ও অজ্ঞাতপরিচয় দুই নারীসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে সদর ও ত্রিশাল উপজেলা থেকে এ চার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে- রিফা আক্তার (১৫) ও আব্দুল বারেক (৭০)।
ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান জানান, ত্রিশাল উপজেলার ধানিখোলা এলাকার ওজানপাড়া গ্রামের বাড়ির পেছন থেকে রিফার লাশ গাছে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। রিফা আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
ময়মনসিংহের অতিরিক্তি পুলিশ সুপার (সদর কোতোয়ালি সার্কেল) আলামিন বলেন, শহরের টাউন হল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে। নিহতের বয়স ৮০ বছর এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এছাড়া সদরের দাপুনিয়া এলাকার একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় (৪০) আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে বলে এ পুলিশ কর্মকর্তা জানান। এছাড়া সকালে শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল বারেকের মৃত্যু হয় বলে ময়নমনসিংহ রেলওয়ে থানার ওসি মোশারফ হোসেন জানান।