ময়মনসিংহে স্ত্রী খুন, স্বামী আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারী শ্বশুরবাড়িতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা তার স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে। নিহত লাকি আক্তার (২২) ঈশ্বরগঞ্জ পৌরশহরের দত্তপাড়া গ্রামের সবুজ মিয়ার স্ত্রী এবং ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মতিউর রহমানের মেয়ে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আহমেদ কবীর জানান, বছর চারেক আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। বুধবার সকালে কথাকাটাকাটির একপর্যায়ে সবুজ লাকিকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। লাকিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ছুরিকাঘাতের পর সবুজ পালানোর চেষ্টা করলেও এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয় জানিয়ে ওসি কবীর বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।