ময়মনসিংহে বাকপ্রতিবন্ধী শিশু হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় চার বছরের এক বাকপ্রতিবন্ধী ছেলেকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার জানান, উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের কান্দানিয়া কচুয়াপাড়া গ্রামে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে বলে নিহত শিশুটি হলো- স্বাধীন মিয়া। এ ঘটনায় তার সৎ বাবা কামাল উদ্দিনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনূর রহমান জীবন বলেন, মঙ্গলবার দুপুরে কামালের সঙ্গে তার স্ত্রী উম্মে কুলসুমের ঝগড়া হয়। এক পর্যায়ে কামাল বাকপ্রতিবন্ধী সৎ ছেলে স্বাধীনকে গলাটিপে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে বলে জানান তিনি।
ওসি ফিরোজ বলেন, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।