ময়মনসিংহে পোশাক শ্রমিককে ছুরি মেরে হত্যা, আটক ১
দক্ষিণাঞ্চল ডেস্ক
ময়মনসিংহে এক পোশাক শ্রমিক কিশোরীকে ছুরি মেরে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। প্রেমের প্রস্তারে সাড়া না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। জেলার ভালুকা থানার ওসি ফিরোজ তালুকদার জানান, শনিবার সকালে তানিয়া আক্তার (১৫) নামে এই কিশোরী পোশাক শ্রমিককে ছুরি মারা হয়। তানিয়া জেলার মুক্তাগাছা উপজেলার হোসেন আলীর মেয়ে। ভালুকার হবির বাড়ি এলাকায় রিদিশা নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি।
ওসি ফিরোজ স্থানীয়দের বরাতে বলেন, রাতে কারখানার কাজ শেষে সকালে বাসায় ফেরার পথে তানিয়াকে পেছন থেকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন শাহিন নামে এক ব্যক্তি। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। প্রেমের প্রস্তারে সাড়া না দেওয়ায় তানিয়াকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলার সময় এলাকাবাসী শাহিনকে আটক করে পুলিশে দিয়েছে বলে তিনি জানান।
শাহিন ঈশ্বরগঞ্জ উপজেলার জনাব আলীর ছেলে। সে মানসিক ভারসাম্যহীন বলে এলাকাবাসী জানিয়েছে। লাশ ময়নাতন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।