ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে নান্দাইল পৌরসভার পাঁচপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে নান্দাইল হাইওয়ে থানার ওসি মো. মামুন উর জানান। নিহত সবুজ মিয়া (৩০) ওই গ্রামের মোবারক হোসেনের ছেলে।
ওসি বলেন, অটোরিকশা নিয়ে পাঁচপাড়া রাস্তার পাঁশে দাড়িয়ে ছিলেন সবুজ। এ সময় পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। পরিবারের আবেদনে সবুজের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।