January 21, 2025
জাতীয়

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ২ আরোহী নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকের চাপায় এক নারীসহ অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। মুক্তাগাছা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নাসির উদ্দিন জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন টাঙ্গাইল জেলার মধুপুর পৌরসভার প্রকৌশলী হাফিজুর রহমান হারুন (৪০)। অপর আরেকজন নারী (৫৫) বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

নাসির উদ্দিন বলেন, ময়মনসিংহগামী একটি অটোরিকশাকে টাঙ্গাইলগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই আরোহী মারা যান। এছাড়া এ ঘটনায় আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর লাশ উদ্ধার করে আপাতত মুক্তাগাছায় থানায় রাখা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *