ময়মনসিংহে কুয়াশার মধ্যে একসঙ্গে দুর্ঘটনায় পাঁচ বাহন, নিহত ১
দক্ষিণাঞ্চল ডেস্ক
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঘন কুয়াশার মধ্যে বালুবোঝাই একটি ট্রাকে তিনটি বাস ও অপর আরেকটি ট্রাকের ধাক্কা লেগেছে; এতে একটি বাস চালকের সহকারীর মৃত্যু হয়েছে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মুনিম সারোয়ার জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাজির শিমলা উচ্চবিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত আবুল হোসেনের (৪০) বাড়ি শেরপুর জেলায়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মুনিম সারোয়ার বলেন, শেরপুর থেকে ছেড়ে আসা একটি বাস কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে বালুবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। পরে ওই বাসের পেছনে আরেকটি বাস, তার পেছনে ট্রাক ও তার পেছনে আরও একটি বাস একে একে ধাক্কা খায়।
তিনি বলেন, এতে শেরপুর থেকে ছেড়ে আসা বাসটির চালকের সহকারী আবুল হোসেনসহ ছয় যাত্রী গুরতর আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আবুল হোসেন মারা যান।