January 19, 2025
খেলাধুলা

ম্যারাডোনার চিঠি প্রকাশ নিয়ে হঠাৎ হইচই

মৃত্যুর আগে কি তাহলে নিজের ‘চলে যাওয়া’র বিষয়টি টের পেয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা! সম্প্রতি প্রকাশিত তার একটি চিঠির কারণে এই জল্পনা-কল্পনাই বেড়ে দাঁড়িয়েছে। ম্যারাডোনা তারা সেই চিঠিতে লিখেছিলেন, ‘লেনিনের মত আমার দেহ সংরক্ষণ করা হোক।’

দিয়েগো ম্যারাডোনার সেই চিঠি এবার প্রকাশ্যে এলো। ১৩ অক্টোবর নিজের শেষ ইচ্ছা প্রকাশ করে সেই চিঠি লিখে গিয়েছিলেন তিনি। সোভিয়েত ইউনিয়নের সাবেক কম্যুনিস্ট নেতা ভ্লাদিমির লেনিনের মরদেহের মতোই তার দেহ সংরক্ষণের ইচ্ছা প্রকাশ করে গেছেন ম্যারাডোনা।

কম্যুনিজমের বিপ্লব তথা রুশ বিপ্লবের পর ১৯২৪ সালে মৃত্যুবরণ করেছিলেন ভ্লাদিমির লেনিন। মস্কোর রেড স্কোয়ারে তার দেহ সংরক্ষণ করা রয়েছে।

ম্যারাডোনার ইচ্ছা তার দেহও সংরক্ষণ করা হোক, সঙ্গে তার ট্রফি। সেই চিঠিতে তিনি লেখেন, ‘গভীরভাবে চিন্তা করার পর, আমার ইচ্ছা যে আমার দেহ সংরক্ষণ করা হোক। সেখানেই রাখা থাক আমার সব ট্রফি, ব্যক্তিগত জিনিস। মানুষ এসে তাদের ভালবাসা জানিয়ে যাক সেখানেই।’

ম্যারাডোনানার আইনজীবী মারিয়ো বাউড্রি জানিয়েছেন, বেলা ভিস্তার কবর থেকে ম্যারাডোনার দেহ তুলে আনার ভাবনার কথা। তিনি বলেন, ‘এমন কোথাও সমাধি করা হোক, যেখানে সব ভক্তরা আসতে পারবেন। নিজের এই ভাবনা ম্যারাডোনা তার ভাইদের সঙ্গেও আলোচনা করেন।’

২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ম্যারাডোনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *