January 21, 2025
জাতীয়

মৌলভীবাজারে আগুনে পুড়ে এক পরিবারের ৫ জনের মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক

মৌলভীবাজার শহরে একটি জুতার দোকান ও দোতলার ঘরে আগুন লেগে এক পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক ওসি পরিমল দেব জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের সাইফুর রহমান রোডের সুভাস রায় ও প্রণয় রায় মনার মালিকানাধীন ‘পিংকি শু স্টোরে’ লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন- সুভাস রায় (৬০), তার মেয়ে প্রিয়া রায় (১৯), তার শ্যালকের স্ত্রী দিপা রায় (৩৫), মেয়ে বৈশাখী রায় (২ বছর ৮ মাস) ও ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৫)।

পরিমল বলেন, জুতার দোকোনের উপরেই একটি ঘরে সুভাষ ও মনা তাদের পরিবার নিয়ে থাকতেন। জুতার দোকান থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা সুভাষ রায়ের আধাকাঁচা ঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় জুতার দোকানের সাটার বন্ধ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ওই ঘর থেকে একে একে পাঁচটি লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সুভাষের ছোট ভাই প্রণয় রায় মনা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় বলে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান জানান। মনা বলেন, যখন আগুন লাগে তিনি তখন ঘুমিয়ে ছিলেন। তার বড় ভাইয়ের স্ত্রীর চিৎকারে তিনি জেগে ওঠেন।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ হারুন পাশা বলেন, ঘরের ভেতরে একটি গ্যাস রাইজার রয়েছে। ধারণা করা হচ্ছে শর্টসার্কিটের পর গ্যাস রাইজার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। ঘর থেকে বের হওয়ার রাস্তা ছিল দোকানের ভেতর দিয়ে। আর সাটার বন্ধ থাকায় লোকজন সেখানে আটকা পড়ে বলে জানান তিনি।

মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ও অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হবে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *