মোড়েলগঞ্জ-শরণখোলা উপ-নির্বাচন: করোনা আতংক উপেক্ষা করে হাত ধুয়ে ভোট দিলেন ভোটাররা
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাট-৪ মোড়েলগঞ্জ-শরণখোলায় উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। করোনা আতংক উপেক্ষা করেও সচেতনতার লক্ষ্যে ভোটাররা হাত ধুয়ে ভোট প্রদান করেছেন প্রতিটি কেন্দ্রে। এ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী অ্যাড. আমিরুল আলম মিলন সকাল ৯টায় আব্দুল আজিজ মোমোরিয়াল কেন্দ্রে ও জাপা প্রার্থী সাজন কুমার মিস্ত্রী বেলা ১১টায় কামলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। করোনা আতঙ্ক থাকলেও কেন্দ্রলোতে নারী পুরুষ সমানে সমান দীর্ঘ লাইন ছিলো চোখে পড়ারমত।
সকাল ১০টায় হোগলপাতি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, জিউধরার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, ভোট কেন্দ্রে নারী পুরুষের দীর্ঘ লম্বা লাইনে হাত ধুয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন তেলিগাতি ইউনিয়ন চেয়ারম্যান মোর্শেদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান আকরামুজ্জামানসহ ভোটাররা। সবকিছু উপেক্ষা করেও ভোট কেন্দ্রের চিত্র ছিলো চোখে পড়ার মত।