মোড়েলগঞ্জে ২৭ হাজার শিশুকে খাওয়ানো হল এ প্লাস ক্যাপসুল
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এবারের ক্যাম্পেইনে মোট ২৭ হাজার শিশুকে টিকা খাওয়ানোর টার্গেট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১২ মাস বয়সের ৩ হাজার শিশুকে নীল রং ও ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সের ২৪ হাজার ৭৩০ জনকে লাল রং এর টিকা খাওয়ানো হয়েছে। এখানে ৩৮৫টি টিকা কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদেরকে ক্যাপসুল খাওয়ানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, শতভাগ লক্ষ অর্জনের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রয়োজনে কর্মীরা বাড়িবাড়ি গিয়ে তল্লাসী করে বাদ পড়াদেরকে টিকা খাওয়াবে।