মোড়েলগঞ্জে স্লুইচ গেটে দু’পাড়ে ফাটল রোধে দ্রুত গতিতে চলছে কাজ
জ্যাম্পিং করা হয়েছে আড়াই হাজার জিওব্যাগ
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জের পানগুছি নদীর মোহনায় বিষখালী খালের ¯øুইচ গেটটির দু’পাড়ে ফাটল ধরায় প্রতিরোধে শ্রমিকরা ৮দিন ধরে দ্রæত গতিতে কাজ করছে। জ্যাম্পিং করে বসানো হয়েছে আড়াই হাজার জিওব্যাগ। হুমকির মুখে পড়া ¯øুইচ গেটসহ খাদ্যগুদাম এখন নিরাপত্তায়।
গত ৪ জুন বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করে ¯øুইচ গেটের দু’পাড়ে মাটি ফাটল ধরে। তাৎক্ষনিক পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি নজরদারিতে নিয়ে ৫০ জন শ্রমিক দ্বারা ৮দিন ধরে দিবারাত্র কাজ করে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ¯øুইচ গেটের দু’পাড়ে ফাটল নিয়ন্ত্রনের জন্য জিওব্যাগের বালু ভর্তি ব্যাগগুলো মেশিন দ্বারা সেলাই করে ফাটলের দু’পাশে শ্রমিকরা দিচ্ছেন।
কথা হয় পানিউন্নয়ন বোর্ডের ¯øইচ গেটের দায়িত্বরত তত্বাবধায়ক(এসও)মাহমুদুল নবি নাইম জানান, এসব শ্রমিকরা গত এক সপ্তাহ ধরে কাজ করেছেন যদিও কাজ শেষের পথে। ২-৪ দিনের মধ্যে তারা কাজ শেষ করতে পারবেন। প্রতিদিনই তাদের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে কাজের অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।
এ বিষয়ে বাগেরহাট জেলা পানি উন্নয়নের বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদুজ্জামান খান জানান, ইতোমধ্যে মোড়েলগঞ্জের ¯øুইচ গেটের ফাটল রোধে কাজটি সম্পন্নের পথে। ফাটল থেকে পানি চলাচল বন্ধ হয়ে জাম্পিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রনে আসতে সক্ষম হয়েছে।
ইতোমধ্যে ঘটনাস্থলে পরিদর্শনে এসেছেন ঢাকা সার্কেলের প্রধান প্রকৌশলী মাহফিজুর রহমান, খুলনা সার্কেলের প্রধান প্রকৌশলী সিদ্দিকুর রহমান, তত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। তবে নতুন করে সংস্কারের বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক অক্টোবর-নভেম্বরে ¯øুইচ গেটটি সংস্কারের সম্ভাবনা রয়েছে। স্থানীয়দের দাবি ¯øুইচ গেটের দু’পাড়ে ৪ ¯িøপারে আয়তনবৃদ্ধি’র ১৫০ফুট আকারে স্থায়ী টেকশই বাদ পুন নির্মাণ হলে ঝুঁকিপূন থাকবে না এ ¯øুইচ গেটটি।