মোড়েলগঞ্জে মুজিববর্ষের ক্ষণগণনার ২য় দিনে ব্যাপক কর্মসূচি
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগননার দ্বিতীয় দিনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় বর্ণাঢ্য এ শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর স্থির চিত্র প্রদর্শনী ও ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ্-ই-আলম বাচ্চু।
অন্যন্যের মধ্যে আলোচনা করেন থানা ওসি কেএম আজিজুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. দিলদার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস প্রমুখ। এ ছাড়াও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঢাকায় আয়োজিত ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এর মূল কনসার্ট সম্প্রচার ও বর্ণিল আতশবাজি প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদের সকল সরকারি কর্মকর্তা, প্রেস ক্লাব, সরকারি বালিকা বিদ্যালয়, এসিলাহা উচ্চ বিদ্যালয়, বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবু হুরায়রাহ দাখিল মাদরাসাসহ পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা এসব কর্মসূচীতে অংশগ্রহণ করেন।