December 22, 2024
আঞ্চলিক

মোড়েলগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জের জিউধরা ইউনিয়নের সোনাতলা গ্রামে একটি মৎস্য ঘের নিয়ে বিরোধের জের ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন ওই ঘেরের মালিক মো. আছাদুর রহমান হাওলাদার (৫৫)।

অভিযোগে জানা গেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের সোনাতলা গ্রামে উত্তর ফুলহাতা গ্রামের এমএ আব্দুল জলিল হাওলাদার, নওসাদ হোসেন, তরিকুল ইসলাম, সেলিম হাওলাদার, ফেরদৌস হাওলাদার এদের কাছ থেকে ২৭ বিঘা জমি এবং স্থানীয় এবং নিজেদের মিলে ১০ বিঘা জমিতে বর্তমান এক বছরের জন্য লিজ নিয়ে মৎস্য ঘের শুরু করেন। ঘেরে মাছ ছাড়ার পড়ে ওই ঘেরটি আবুল কালাম খোকনও রুম্মান শেখ দখলে নেয়ার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতে থাকেন।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ৫ জনের ৮ বিঘা জমি আছাদ হাওলাদারের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হন। জমির মলিকেেদরকে ভয় ভীতি দেখিয়ে  ৮ বিঘা জমির চুক্তি বাতিল করে তাদের নামে চুক্তিপত্র তৈরী করে নেন। এ থেকে শুরুহয় বিরোধের । আর এ বিরোধের জের ধরে ঘেরের ঘরে আগুন , মাছ লুট হওয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে মো. আছাদুর রহমান বাগেরহাট মেজিষ্ট্রেট আদালতে ৩ টি মামলা দায়ের করেন। প্রতিপক্ষ যেকোন সময় ঘের দখলে করতেপারে এমন আশঙ্কায় আছাদুর রহমান ও তার ভাইদের পরিবার পরিজন নিয়ে ঘেরে ২ টি ঘর তুলে বসবাস করতে শুরু করেন।

প্রতিপক্ষ ঘের দখল করতে না পারে  সে জন্য রুম্মান শেখে বাদী হয়ে শনিবার রাতে থানায় ঘেরলুট ও মাছ চুরির মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি অফিসার এস আই মো. আব্দুল কাদের সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার বেলা ১১ টার দিকে ওই ঘেরের বাসা থেকে ৫ নারী সহ ৭ জনকে আটক করেন। আটককৃতরা হলরা হলেন আছাদুর রহমান হাওলাদার, মো. জাহাঙ্গির হাওলাদার, ফেরদৌসি বেগম, শিরিণ আক্তার, রুমা আক্তার, লাইলি বেগম ও তাসলিমা বেগম।

আছাদুর রহমান বলেন, পুলিশ ঘেরে পৌছানোর পূর্বে রুম্মান ও আবুল কালাম খোকনের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল  ঘেরের ঘৈঘরে অতর্কিত হামলা চালায়। হামলায় আছাদুর রহমানের মাথায় আঘাত করে শরিরের বিভিন্নস্থানে ছেলে সজিব হাওলাদারকেও এলোপাতাড়ি মারপিট করে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে মামলার তদন্তকারি অফিসার এস আই মো. আব্দুল কাদের বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ৬জন এজাহার নামিয় আসামি। আসামিদেরকে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *