মোড়েলগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণ চলছে
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকার কর্তৃক বরাদ্ধকৃত বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ চলছে এখনও। ৬১ হাজার ৭শ’ ৮৪ জন এ উপজেলায় এবারে পেয়েছেন ৯শ’ ৫৭. ৭শ’ ৬০ মেট্রিকটন বিশেষ ভিজিএফ’র চাল। এছাড়াও জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ পেয়েছেন ৯ হাজার ৬শ’ ৪৩ জন। জনপ্রতি ৪০ কেজি করে ৩শ’ ৮৫.৭২০ মেট্রিকটন চাল।
গতকাল রবিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার রামচন্দ্রপুর, জিউধরা, বারইখালী, পঞ্চকরণ, বহরবুনিয়া, হোগলাপাশা, বনগ্রাম, নিশানবাড়িয়া সহ ১৬ ইউনিয়ন ও পৌরসভায় বিশেষ বরাদ্ধের মৎস্যজীবি ও ভিজিএফ’র চাল ঈদের ৩য় দিন আজ রবিবারও চাল বিতরণ চলছে। ঈদুল ফিতর উপলক্ষ্যে গত এক সপ্তাহ ধরে উপজেলার ইউনিয়নগুলোতে পর্যাপ্ত পরিমান বরাদ্ধকৃত এ চাল বিতরণ করছে প্রশাসনিক কর্মকর্তা, ট্যাগ অফিসার, ইউপি চেয়ারম্যান, মেম্বর উপস্থিত থেকে।
কথা হয় জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা গ্রামের সবুরজান বেগম (৪২), আব্দুস ছালাম ফকির(৬০), নজরুল ইসলাম মৃধা(৫২), রামচন্দ্রপুর ইউনিয়নের বর্শিবাওয়া গ্রামে শহিদুল শেখ (৫০) ও কচুবুনিয়া গ্রামের শাহাজাহান হাওলাদার (৫২)। চাল নিতে আসা একাধিক সুবিধাভোগিরা মনের খুশিতে বলেন, আমাদের গরীবের শেখ হাসিনা সরকার আছে বলেই আমরা এবারের ঈদে এতো চাল পেয়েছি। যা এর আগে কখনও দেখিনাই।
এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় বরাদ্ধকৃত তেলীগাতি ইউনিয়নে ২ হাজার ৪শ’ ১০ পরিবার ৩৬ মেট্রিকটন ১৫০ কেজি, পঞ্চকরণ ইউনিয়নে ৩ হজার ৪শ’ ২০ পরিবার ৫১ মেট্রিকটন ৩শ’ কেজি, পুটিখালী ইউনিয়নে ৩ হাজার ৫১ পরিবার ৪৫ মেট্রিকটন ৭৬৫ কেজি, দৈবজ্ঞহাটী ইউনিয়নে ৩ হাজার ২২৬ পরিবার ৪৮ মেট্রিকটন ৩শ’ ৯০ কেজি, রামচন্দ্রপুর ইউনিয়নে ৩ হাজার ২৯১ পরিবার ৪৯ মেট্রিকটন ৩শ’ ৬৫ কেজি, চিংড়াখালী ইউনিয়নে ৩ হাজার ১৩৫ পরিবার ৪৭ মেট্রিকটন ২৫ কেজি, হোগলাপাশা ইউনিয়নে ২ হাজার ৪শ’ ২০ পরিবার ৩৬ মেট্রিকটন ৩শ’ কেজি, বনগ্রাম ইউনিয়নে ২ হাজার ৩শ’ ২৭ পরিবার ৩৪ মেট্রিকটন ৯শ’ ৫ কেজি, বলইবুনিয়া ইউনিয়নে ২ হাজার ২শ’ পরিবার ৩৩ মেট্রিকটন, হোগলাবুনিয়া ইউনিয়নে ৩ হাজার ৯শ’ ২২ পরিবার ৫৮ মেট্রিকটন ৮ শ’ ৩০ কেজি, বহরবুনিয়া ইউনিয়নে ৩ হাজার ৭শ’ ২০ পরিবার ৫৫ মেট্রিকটন ৮শ’ কেজি, জিউধরা ইউনিয়নে ৫ হাজার ৭শ’ ১৮ পরিবার ৮৫ মেট্রিকটন ৭শ’ ৭০ কেজি, নিশানবাড়িয়া ইউনিয়নে ৬ হাজার ২৩ পরিবার ৯০ মেট্রিকটন ৩শ’ ৪৫ কেজি, বারইখালী ইউনিয়নে ৪ হাজার ২শ’ ৪৯ পরিবার ৬৩ মেট্রিকটন ৭শ’ ৩৫ কেজি, মোড়েলগঞ্জ সদর ইউনিয়নে ২ হাজার ৩শ’ ৬৯ পরিবার ৩৫ মেট্রিকটন ৫শ’ ৩৫ কেজি, খাউলিয়া ইউনিয়নে ৫ হাজার ৬শ’ ৮২ পরিবার ৮৫ মেট্রিকটন ২শ’ ৩০ কেজি ও পৌরসভায় ৪ হাজার ৬শ’ ২১ পরিবার ৬৯ মেট্রিকটন ৩শ’ ১৫ কেজি চাল পেয়েছেন। এছাড়াও বিশেষ ভিজিএফ’র ৯ হাজার ৬৪৩ জেলে পরিবারের মাঝে ৩শ’ ৮৫. ৭শ’ ২০ মেট্রিকটন চাল বিতরণ চলছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, সরকারিভাবে এবারে অন্যসব বছরের চেয়ে ঈদুল ফিতরে বরাদ্ধ বেশী হওয়ার কারনে ঈদের পূর্ব মুর্হুত থেকে ঈদের পরবর্তী এক সপ্তাহ ধরে চাল বিতরণ চলমান রয়েছে। এ উপজেলার সাধারণ মানুষ চাল পেয়ে খুঁশিতে সরকারের সঠিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে।