মোড়েলগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে মোজামকে প্রার্থী ঘোষণা
মোড়েলগঞ্জ প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মোড়েলগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বর্ধিত সভায় তৃনমূল কর্মীরা মোজাম্মেল হক মোজামের নাম ঘোষণা করেছেন উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগ। গতকাল বুধবার বিকেলে বিশেষ এক বর্ধিত সভায় উপজেলা ও পৌর যুবলীগ আনুষ্ঠানিকভাবে উপজেলা যুবলীগের আহ্বায়কের এ নাম ঘোষণা করেন। বিশেষ এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম।
সভায় বক্তাব্য রাখেন সদর ইউনিয়নের চেয়ারম্যান সাবেক যুবলীগ নেতা মাহমুদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, পৌর আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াস হোসেন দুলাল, পৌর আহ্বায়ক টিএম হাবিবুর রহমান জাকির, শ্রমীক লীগ আহ্বায়ক আবুল কালাম খান, যুবলীগ নেতা সাইফুল ইসলাম রুবেল, মো. সুজন শেখ, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জিমি, যুবলীগ নেতা ফেরদৌস হোসেন পিয়াস, ইউপি সদস্য মিজানুর রহমান বিপু সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ৫ম বারের মত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা মোজাম্মেল হক মোজামকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করতে হবে। কর্মীবান্ধব এ নেতা বিগত দিনে তৃনমূল পর্যায়ের কর্মীদের পাশে থেকে দলীয় কর্মসূচি পরিচালনা করেছে। তাই সে ক্ষেত্রে জনপ্রতিনিধি হিসেবে তাকেই দেখতে চায় তৃনমুল কর্মীরা।
স্কুল জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের গড়া বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এরপরে ১৯৯৪ সালে কলেজ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পৌর ছাত্রলীগের আহ্বায়ক ২০০১ সালে বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, এরপরে যুবলীগের কার্যনিবাহী সদস্য, বর্তমানে উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে নিষ্ঠার সাথে দলীয় দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়াও সে সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে সাধারণ মানুষের পাশে থেকে সার্বক্ষনিক নিজেকে নিবেদিত রেখেছেন।