মোড়েলগঞ্জে ব্যবসায়ীকে মারপিট, টাকা ছিনতাই
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে এক ওষুধ ব্যবসায়ীকে মারপিট করে টাকা ও ওষুধ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে জিউধরা বাজারের ওষুধ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ওরফে মন্টু ডাক্তারকে (৫২) মারপিট করে একদল দুর্বৃত্ত।
গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে জিউধরা গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে। পাওনা টাকা চাইতে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। হামলাকারীরা মারপিট করে নগদ টাকা ও ওষুধ ছিনিয়ে নেয় বলে দাবি করেছেন ব্যবসায়ী মন্টু। এ ঘটনায় একই গ্রামের মো. হারুন হাওলাদারসহ ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।