January 16, 2025
আঞ্চলিক

মোড়েলগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ : মামলা

 

 

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ গতকাল শনিবার ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার ১১দিন শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে পঞ্চকরণ গ্রামের প্রতিবন্ধী নারী নিজেই বাদি হয়ে মামলাটি করেন। মামলায় প্রতিবেশী মজনু হাওলাদারকে (৫৫) আসামি করা হয়েছে।

মামলার বরাত দিয়ে থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, গত ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে সাত টার দিকে মজনু হাওলাদার প্রতিবেশী মৃত আব্দুল খালেক শেখের প্রতিবন্ধী মেয়েকে (৪৫) বসতঘরে একা পেয়ে ধর্ষণ করে। পুলিশ এ মামলার আসামি মজনুকে আটকের চেষ্টা করছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *