মোড়েলগঞ্জে পোড়ানো হল শতাধিক অবৈধ জাল
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে এক শত পিচ অবৈধ গড়া জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু মঙ্গলবার বিকেলে পরিষদের সামনে প্রকাশ্যে জালগুলো পুুড়িয়ে ধ্বংস করেন। যার মূল্য এক লাখ টাকা। নিশানবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন খালে পরিষদের মেম্বার ও চৌকিদারদের সহযোগীতায় সোমবার দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন খাল থেকে এ জালগুলো আটক করা হয়।
এ সম্পর্কে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, খালে অবৈধ জাল ফেলতে নিষেধ করা হয়েছে। জাল অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় ১৫দিন ধরে মাইকিং করা হয়েছে। এর পরেও বিভিন্ন খালে গড়া জাল ও নেটজাল পাওয়া গেছে। জব্দকৃত জাল পোড়ানোর সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য গ্রাম, পুলিশ, স্থানীয় শত শত মানুষ। এ জাল পোড়ানোর সময় এলাকার জনসাধারণ চেয়ারম্যানকে এ উদ্যোককে সাধুবাদ জানান।