মোড়েলগঞ্জে নুসরাতের ঘাতকদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বর্তমান সময়ের নৃশংসতম হত্যাকান্ডের শিকার নুসরাত জাহান রাফির ঘাতকদের দ্রæত বিচারের দাবিতে বাগেরহাটের মোড়েলগঞ্জে মানববন্ধন ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় ‘মানব কল্যানে আমরা’ সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে পৌরসভা মেয়র অ্যাড. মনিরুল হক তালুকদার ও পৌর এলাকার সরকারি এসএম কলেজ, এসিলাহা উচ্চ বিদ্যালয়, লতিফিয়া ফাজিল মাদ্রাসা, কেজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আবু হুরায়রাহ দাখিল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন শেখ, মোসাদ্দেক বিল্লাহ তামিম।
মানববন্ধনে ব্যাবহৃত ব্যানার, পোষ্টার ও প্লাকার্ডে নুসরাত জাহান রাফির প্রতি যৌন হয়রানি ও পারিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে নৃশংস হত্যাকান্ডের মূল হোতা সিরাজ-উদ-দৌলার ফাঁসিসহ সকল আসামির দ্রæত বিচারের দাবি জানানো হয়।