মোড়েলগঞ্জে নাশকতার অভিযোগে জামায়াতের ২ নেতা আটক
মোড়েলগঞ্জ প্রতিনিধি
মোড়েলগঞ্জে নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াতে ইসলামীর দুই নেতাকে আটক করেছে পুলিশ। এরা হচ্ছেন রওশনারা ডিগ্রী কলেজের প্রদর্শক পৌর জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম (৪৬) ও এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক জামায়াত নেতা মো. মোস্তফা আল মাহমুদ (৫০)। শনিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ এদেরকে আটক করে।
থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, শনিবার মধ্যরাতে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের বিশারীঘাটা এলাকায় টায়ার পুড়িয়ে নাশকতার সৃষ্টি করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রফিকুল ও মোস্তফাকে আটক করে।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে পোড়া টায়ার, একটি হকিষ্টিক, চাপাতি, লাঠি, নিজামী ও মওদুদীর লেখা কয়েকটি বই ও পৌর জামায়াত আমীর রফিকুল ইসলামের রোকন সদস্য পদ লাভের রিপোর্ট বই জব্দ করা হয় বলেও পুলিশ জানায়। এ ঘটনায় এসআই জাহাঙ্গীর বাদি হয়ে নাশকতার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় এজাহার নামীয় আসামি দুজন। অজ্ঞাত নামা রয়েছেন ২৫/৩০জন।