মোড়েলগঞ্জে জমি নিয়ে বিরোধে পিতা-পুত্রকে কুপিয়ে জখম
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধে কুপিয়ে ও হামলায় আহত হয়েছে পিতা-পুত্র। ঘটনাটি ঘটেছে নিশানবাড়িয়া ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, মঙ্গলবার দুপুরে আমুরবুনিয়া গ্রামের বারেক হাওলাদারের সাথে পার্শ্ববর্তী জিউধরা গ্রামের সোহরাফ হাওলাদার ও নাসির হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে এরই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে ঘটনার দিন সোহরাব হাওলাদারের নের্তৃত্বে ৪/৫জনের একটি সংঘবদ্ধ দল বারেক হাওলাদার(৪৭) ও তার পুত্র মেহেদী হাসান (১৬) কে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাৎক্ষনিক তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বারেক হাওলাদারের স্ত্রী বাদী হয়ে সোহরাব হোসেনকে আসামি করে ৪ জনের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে।