মোড়েলগঞ্জে চেয়ারম্যান হলেন নৌকার বাচ্চু
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ৩৫ হাজার ৬৩২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। আ. লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান বাবুল পেয়েছেন ১৬ হাজার ৩০৯ ভোট। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৫হাজার ৬৬৬জন। ভোট পড়েছে শতকরা ২৬.৬৬ ভাগ।
পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে উপজেলা যুবলীগের আহŸায়ক মোজাম্মেল হক মোজাম ৩৩ হাজার ৮৮৯ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ফাহিমা খানম ২৬ হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক রিপন উড়োজাহাজ প্রতীকে ১৬হাজার ৯৯৪ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে আজমীন নাহার পেয়েছেন ২৩ হাজার ৯২৫ ভোট। উপজেলা কন্ট্রোল রুম থেকে সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান রাত ১০টার দিকে ১১০টি কেন্দ্রের এ ফলাফল ঘোষণা করেন।