মোড়েলগঞ্জে এ্যাড. হাবিবুর রহমানের ইন্তেকাল
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের এ্যাড. মো. হাবিবুর রহমান (৮০) বুধবার সকাল ৭টার দিকে খুলনায় একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি স্ত্রী ও ৪ মেয়ে রেখে গেছেন। তিনি দির্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
গতকাল বুধবার বাদ আছর গুলিশাখালীতে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে এ্যাডভোকেট মো. হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু।