মোড়েলগঞ্জে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে শুক্রবার এতিম মিসকিনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মোড়েলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম এসব ইফতার সামগ্রী বিতরণ করেন। উপজেলা এতিম মিসকিনদের সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ বিতরণী সভায় প্রধান অতিথি পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গরীব ও অসহায় মানুষের ইফতার সামগ্রী প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ। এ সংস্থাটি লক্ষ্য ও উদেশ্য আরো সফলতা অর্জন করুক এবং গরীব দুখী মানুষের পাশে থাকুক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার উদ্যোগতা মো. নূরুল ইসলাম মোল্লা, সাংবাদিক এইচএম শহিদুল ইসলাম, মো. হাসানুজ্জামান বাবু, পৌর যুবলীগ আহবায়ক আসাদুজ্জামান বিপু, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, আলি ঈমাম তপু, শেখ সাইফুল ইসলাম, ফরিদ শেখ প্রমুখ। সভা শেষে ৬০ জন গরীব অসহায় নারী পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংস্থাটি প্রতি শুক্রবার এতিম মিসকিনদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করে আসছে।