মোস্তফা রশিদী সুজা ছিলেন দক্ষিণাঞ্চলের রাজনৈতিক সিংহপুরুষ : বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, মোস্তফা রশিদী সুজা ছিলেন দক্ষিণাঞ্চলের রাজনৈতিক সিংহপুরুষ। তাঁর সুযোগ্য নেতৃত্বে খুলনা জেলা আওয়ামী লীগের দুর্গে পরিণত হয়েছিলো। তিনি বলেন, খুলনা জেলায় ছিলেন মোস্তফা রশিদী সুজা আর মহানগরে তালুকদার আব্দুল খালেক। দু’জনে মিলে দক্ষিণাঞ্চলকে আওয়ামী লীগের দুর্গে পরিণত করেছিলেন। সাংগঠনিক এই শক্তিকে পুঁজি করে স্বাধীনতাবিরোধী সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। বঙ্গবন্ধু যেমন সময় পেলেই সারাদেশ ঘুরে সাংগঠনিক কর্মকাণ্ডকে পর্যবেক্ষণ করতেন। তেমনি মোস্তফা রশিদী সুজা এবং তালুকদার আব্দুল খালেক সংগঠন ঠিক রেখে এই অঞ্চলের রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন। মোস্তফা রশিদী সুজা বঙ্গবন্ধু’র আদর্শের প্রকৃত কর্মী হিসেবে কখনও কারো সাথে আপোষ করেননি। তাই সকলকে সুজার মত ত্যাগের মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। তাহলেই জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়ন হবে।
মঙ্গলবার বাদ মাগরিব এস এম মোস্তফা রশিদী সুজার তৃতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অধ্যা. আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ মো. ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, মোজাম্মেল হক হাওলাদার, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, নুরজাহান রুমি, নূরীনা রহমান বিউটি, আব্দুল হাই পলাশ, শেখ আবিদ উল্লাহ, শেখ আব্দুল আজিজ, মঈনুল ইসলাম নাসির, শেখ জাহিদুল ইসলাম, মো. জাহিদুল হক, বাদল সরদার বাবুল, ফেরদৌস হোসেন লাবু, মো. নুর ইসলাম, এমরানুল হক বাবু, সরদার আব্দুল হালিম, ফয়েজুল ইসলাম টিটো, মীর মো. লিটন, আতাউর রহমান শিকদার রাজু, মো. শিহাব উদ্দিন, মো. জাকির হোসেন, ইউসুফ আলী খান, এ্যাড. শামীম মোশাররফ, হাবিবুর রহমান দুলাল, জান্নাতুল ফেরদাউস পিকুল, মো. আমির হোসেন, শরীফ এনামুল হক, এ্যাড. শামীম আহমেদ পলাশ, মো. কামরুজ্জামান, মো. রুহুল আমিন খান, তোতা মিয়া ব্যাপারী, আবুল হোসেন, মো. শওকাত হোসেন, ইঞ্জি: আব্দুল জব্বার, আশরাফ আলী শিপন, মেহজাবিন খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়