মোরেলগঞ্জে অস্বচ্ছল পরিবার পেলো ওয়াল্ড ভিশনের গাভী
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ’র উদ্যোগে ৪০টি পরিবারে বিনামূল্যে গরু প্রদান করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জে (এপি) প্রজেক্টের আওতায় সোমবার বিকেলে হোগলাবুনিয়া ইউনিয়নের ৪০টি অসচ্ছল পরিবারের মাঝে গাভী গরু প্রদান করা হয়। স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশন এপিসি ম্যানেজার প্রশান্ত নাফাক, রিজিওনাল ফিল্ড ডিরেক্টর লিমা হান্না দারিশ্র, মোরেলগঞ্জ এপি ম্যানেজার লাভলি লাকি বিশ্বাস, আইএইচএলপি প্রজেক্ট প্রোগ্রাম অফিসার কালি শংকর সাহা রায়, মিল্টন বি বিশ্বাস, সমর হালদার, রিনো নাথ প্রমুখ।