January 20, 2025
জাতীয়লেটেস্ট

মোবাইলে কথা বলার খরচ ৫ শতাংশ বাড়তে পারে

২০২০–২১ অর্থবছরের বাজেটে মোবাইলে কথা বলার ওপর সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে। বর্তমানে মোবাইলে কথা বলায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক রয়েছে। পাঁচ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব আসতে পারে আসন্ন বাজেটে।

মঙ্গলবার (০২ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি ২০১৯–২০ অর্থবছরের বাজেটে মোবাইল সিম বা রিম কার্ডের মাধ্যমে যেসব সেবা দেওয়া হয়, তার বিপরীতে সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়। এতে মোবাইল ফোনে কথা বলা, এসএমএস পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচ বেড়ে যায়।

কথা বলা ও খুদে বার্তায় বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সারচার্জ, ১০ শতাংশ সম্পূরক শুল্ক ইত্যাদি মিলে বর্তমানে মোট কর ভার ২৭ দশমিক ৭৭ শতাংশ। নতুন করে শুল্ক আরোপ করা হলে সরকারের রাজস্ব আয় বাড়বে।

বর্তমানে দেশে টেলিকম খাতে টেলিটক, রবি, এয়ারটেল ও গ্রামীণফোন মোবাইল অপারেটর সেবা দিচ্ছে। এসব কোম্পানির মোট গ্রাহক ১৬ কোটিরও বেশি। মোবাইলে কথা বলার ওপর বাড়তি পাঁচ শতাংশ শুল্ক আরোপ করলে এসব গ্রাহকের খরচ বাড়বে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *