মোদী ঢাকায় আসছেন ১৭ মার্চ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ উপলক্ষে ১৭ মার্চ ঢাকায় আসছেন তিনি।
বুধবার (২৯ জানুয়ারি) ভারতীয় প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তাদের বরাত দিয়ে এ সংবাদ জানায় ভারতীয় সংবাদমাধ্যম।
খবরে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন।
মোদী এমন সময় ঢাকায় আসছেন, যখন সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ও অন্য বিভিন্ন ইস্যুতে ভারতজুড়ে বিক্ষোভ চলছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে ইতোমধ্যেই এ বিষয়গুলোকে ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে মন্তব্য করা হয়েছে।
খবরে বলা হয়, সিএএ ও এনআরসি’র মতো স্পর্শকাতর বিষয় স্বত্ত্বেও মোদীর এ সফর ভারত-বাংলাদেশের সম্পর্কের দৃঢ়তাকে প্রকাশ করছে।