মোদীর শপথ অনুষ্ঠানে যাচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
দক্ষিণাঞ্চল ডেস্ক
আগামী ৩০ মে দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদী যখন শপথ গ্রহণ করেছিলেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু সে সময় তিনি জাপান সফরে থাকায় তার পরিবর্তে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এবারও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদী যখন শপথ নেবেন সে সময় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে থাকবেন। আর স্পিকারের পূর্বনির্ধারিত আরেকটি অনুষ্ঠান থাকায় তিনিও দিলি যেতে পারবেন না। ফলে এবার কেবিনেটের জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে মোজাম্মেল হক যাচ্ছেন মোদীর শপথ অনুষ্ঠানে।
প্রসঙ্গত, আগামী ৩০ মে ভারতের রাষ্ট্রপতি ভবনে হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এর আগে, ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অনুষ্ঠানে প্রতিবেশী আট দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী। দরবার হলে শপথের রেওয়াজ ভেঙে রাষ্ট্রপতি ভবনের সামনের খোলা মাঠে শপথ নিয়েছিলেন তিনি।
ভারতের সংবিধান অনুযায়ী আগামী ৩ জুনের আগেই ১৭তম লোকসভা গঠন করতে হবে। নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা হস্তান্তরের পরই নতুন লোকসভা গঠনের কার্যক্রম শুরু হবে।