মোদীর আগমনকে ঘিরে সাতক্ষীরায় র্যাবের বিশেষ তল্লাশি অভিযান
সাতক্ষীরা প্রতিনিধি
আগামী ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতক্ষীরার শ্যামনগরে আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে র্যাপিড এ্যাকশান বাটালিয়নের (র্যাব-৬) পক্ষ থেকে বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়েছে। খুলনা র্যাব-৬ এর সাতক্ষীরা অফিসের দায়িত্বপ্রাপ্ত ডিএডি মোঃ জিয়াউল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার বিকাল ৪টায় সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের আলীপুর নামকস্থানে এ তল্লাশি অভিযান শুরু করা হয়।
খুলনা র্যাব- ৬ এর সাতক্ষীরা অফিসের ডিএডি মোঃ জিয়াউল ইসলাম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামি ২৭ মার্চ শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে পুজা দিতে আসছেন। এ জন্য তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শ্যামনগরে র্যাবের তিনটি টিম ও সাতক্ষীরা সদরে একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করছেন। এরই অংশ হিসেবে তারা মঙ্গলবার বিকাল ৪টায় শহরের অদূরে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের আলীপুর নামকস্থানে প্রতিটি গাড়িতে চেকিং করছেন। গাড়িতে কোন সন্ত্রাসী ও তার সঙ্গে অস্ত্র থাকলে তাৎক্ষণিক আটক করা হবে। এ ছাড়া মোদীর আগমনকে ঘিরে সাতক্ষীরার কোন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যাতে কোন হামলা না হয় সেজন্য তারা সর্বদা সজাগ রয়েছেন। এ জন্য তারা জেলা ব্যাপি টহল চালিয়ে যাচ্ছেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ