January 19, 2025
বিনোদন জগৎ

মোদির সাক্ষাৎ পেয়ে যা বললেন নুসরাত ফারিয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশজুড়ে চলছে বর্ণাঢ্য আয়োজন। এ আয়োজনে অংশ নিতে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আজ ২৬ (মার্চ) সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এসময় নরেন্দ্র মোদিকে ফুল দিয়ে বরণ করে এবং শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নানা আয়োজনের এক পর্যায়ে দেশের নানা অঙ্গনের তারকারা মোদির সঙ্গে সাক্ষাতের সুযোগ পান৷ আজ দুপুরে মোদির সঙ্গে তারকাদের এ সাক্ষাৎ পর্বে হাজির ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াও।

তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এ নায়িকা তার অনুভূতি জানিয়ে বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত বোধ করছি। আশা করি তার সফর দুই দেশের জন্যই ফলপ্রসূ হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান, চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি, ক্রিকেট তারকা ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও নারী ক্রিকেট দলের কয়েকজন তারকারা।

দেশের তরুণ এ তারকাদের সান্নিধ্যে এসে নরেন্দ্র মোদিও বেশ আনন্দময় সময় কাটিয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *