November 30, 2024
আন্তর্জাতিক

মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট শনিবার (১১ ডিসেম্বর) মধ্যরাতে হ্যাকড হয়েছে।

হ্যাকড করার পর টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হলো, ‘দেশে বৈধতা পাচ্ছে বিট কয়েন।

সরকার ৫শ বিট কয়েন কিনেছে। দেশবাসীর মধ্যে তা ভাগ করে দেওয়া হবে। ’ এরপরই মোদির টুইটার অ্যাকাউন্টের সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। তৎক্ষণাৎ তদন্তে নামেন সাইবার বিশেষজ্ঞরা। সূত্র: আনন্দবাজার পত্রিকার

টুইটার কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর ওই সময়ের মধ্যে করা বেশিরভাগ টুইট মুছে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে ওই সব টুইটের স্ক্রিনশট ঘুরতে শুরু করেছে নেটমাধ্যমে। ‘হ্যাশট্যাগ হ্যাকড’ও ট্রেন্ডিং হতে শুরু করে। এর সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *