মোটরসাইকেলের সিট কভারে লুকিয়ে
দ: প্রতিবেদক
বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রাম থেকে গতকাল শুক্রবার সকালে একটি মোটরসাইকেলসহ ফেনসিডিল ও ৫৪৯ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। খুলনা ব্যাটালিয়নের ২১ বিজিবির পুটখালী বিওপি সদস্যরা গোপন সংবাদ পেয়ে মহিষাডাঙ্গা গ্রামের আজিজুলের বাড়ি থেকে একটি মোটরসাইকেল জব্দ করে।
মোটরসাইকেলের সিট কভারের মধ্যে থেকে বের করা হয় ৫৫ বোতল ফেনসিডিল। এ সময় দুই চোরাকারবারি ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।
অপরদিকে, সীমান্ত—বর্তী পুটখালী ইছামতি নদীর পাড় থেকে ৫৯৪ বোতল ফেনসডিল জব্দ করে বিজিবি।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির পরিচালক ইমরান উলাহ সরকার জানান, জব্দকৃত ফেনসিডিল ও মোটরসাইকেল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।