November 29, 2024
জাতীয়

মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো গার্মেন্ট পণ্য যাচ্ছে বিদেশে

দক্ষিণাঞ্চল ডেস্ক

মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো গার্মেন্ট পণ্য রফতানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ৪০ ফিট কন্টেইনারে করে ৭৫০ বান্ডিলে ২০ হাজার ৫৬৮ পিস সোয়েটার রফতানি করা হয়েছে। হংকং এর পতাকাবাহী এমভি মার্কস ওয়ালগেস জাহাজে এ পণ্য রফতানি করা হয় বলে জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. মোস্তফা কামাল। এ পণ্য জার্মানির হামবুর্গ বন্দরে যাবে।

মোস্তফা কামাল আরও জানান, ‘মোংলা বন্দর দিয়ে তৈরি পোশাক রফতারির কার্যক্রম শুরু হওয়ায় এ বন্দরের গুরুত্ব বাড়বে। সুযোগ সুবিধার কথা চিন্তা করে রফতানিকারকরা এ বন্দর ব্যবহার করবেন।’

মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো গার্মেন্ট পণ্য রফতানি করা সিএন্ডএফ (কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট) শেখ রফিকুর রহমান বলেন, ‘আগে কাস্টমসের মাধ্যমে গার্মেন্ট পণ্য বিদেশে রফতানি করতাম আমরা। কিন্তু মোংলা বন্দরের মাধ্যমে এবারই প্রথম। মূলত আমাদের পরামর্শেই বন্দর কর্তৃপক্ষ এ উদ্যেগ গ্রহণ করে।’

দুপুরে বন্দর জেটিতে গার্মেন্ট পণ্য রফতানির সময় সংশ্লিষ্ট এজেন্ট ছাড়াও মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. মোস্তফা কামাল, সহকারী ট্রাফিক ম্যানেজার মো. কুদরত আলী ও ট্রাফিক কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *