মোংলা বন্দরে সদ্য যোগদানকৃত ৩৭জন কর্মচারীর প্রশিক্ষণ কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
মোংলা বন্দর কর্তৃপক্ষে নতুন ৩৭জন কর্মচারীর কর্মক্ষেত্রে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গতকাল রবিবার থেকে শুরু হয় ৫ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা। ইয়াসমিন আফসানা, সদস্য (অর্থ) এর সভাপতিত্বে মোংলা বন্দরের সভাকক্ষে সকাল ১০টায় এ প্রশিক্ষনের কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণটি ২ ফেব্রæয়ারি ২০২০ থেকে শুরু করে ০৬ ফেব্রæয়ারি ২০২০ পর্যন্ত চলবে। সরকারী কর্মচারী আচরণ বিধি, শৃঙ্খলা ও অফিস ব্যবস্থাপনার উপরে ধারণা প্রধান করা এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। এছাড়াও যোগদানকৃত কর্মচারীদের প্র্যাকটিক্যাল নলেজ বৃদ্ধির লক্ষ্যে তাদের বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও দপ্তর সমূহে পরিদর্শন ও সংশ্লিষ্ট বিভাগ সম্পর্কে ধারণা প্রদান করা হবে।