April 22, 2025
আঞ্চলিক

মোংলা বন্দরে বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালান

ঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ এমভি থর ফ্রেন্ড।

সোমবার (১০ অক্টোবর) পানামা পতাকাবাহী জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। এর আগে গত ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরের হাই ফং বন্দর থেকে ছেড়ে আসে জাহাজটি।

বিদেশি জাহাজ থর ফ্রেন্ডের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপ শিপিংয়ের খুলনা প্রতিনিধি মাহাবুব আলম হিরো বলেন, গত ২০ দিন আগে জাহাজটি সিঙ্গাপুরের হাই ফং বন্দর থেকে মেশিনারি পণ্য নিয়ে ছেড়ে আসে। এটি বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালান। এতে বঙ্গবন্ধু রেল সেতুর ১৬৮টি প্যাকেজের ১৫৩৭ দশমিক ৭০০ মেট্রিক টন মালামাল রয়েছে। খালাস শেষে এসব পণ্য নদী পথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেল সেতুর কাছে পৌঁছাবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মূসা বলেন, মোংলা বন্দরে বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের মেশিনারি পণ্য বন্দরে পৌঁছেছে। খুব দ্রুত এসব সরঞ্জাম খালাস শেষ হবে। মোংলা বন্দরের সক্ষমতা কয়েক বছরে বেশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ইনারবার ড্রেজিংসহ অনেক কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *