January 14, 2025
আঞ্চলিক

মোংলা বন্দরের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোংলা প্রতিনিধি

জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমকপূর্ণ অনুষ্ঠান মালার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার  দুপুরে বন্দর ভবন চত্বরে কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এ,কে,এম ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না। এসময় আরও উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) ইয়াসমিন আফসানা, সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) প্রকৌশলী মো: আলতাফ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম ও মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: খায়রুল আলম।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবুন নাহার মোংলা বন্দরের সর্বোচ্চ তেল পরিবাহী শিপিং এজেন্ট ষ্টারপাথ সী ট্রেড লি: (খুলনা) এর ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মো: রফিকুল ইসলাম, সর্বোচ্চ তেল আমদানীকারক শুনশিন এডিবল অয়েল লি: (মোংলা) এর বিভাগীয় প্রধান (সাপ্লাই চেইন) মঈন উদ্দিন আহমেদ খান, সর্বোচ্চ রাজস্ব প্রদাণকারী শিপিং এজেন্ট ইউনিক মেরিটাইম লি: (খুলনা) এর পরিচালক বদিউজ্জামান টিটু, একক ভাবে সর্বোচ্চ নিজস্ব পণ্য নদী পথে পরিবহণ, এলপিজি ও ক্লিংকার আমদানীকারক বসুন্ধরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি: (মোংলা) নির্বাহী ও পরিচালক নবারুন বাবুসহ বিভিন্ন ক্যাটাগরীতে অবদান রাখায় ২৩ জন বন্দর ব্যবহারকারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এরপর দুপুর ২টায় আমন্ত্রিত অতিথি ও বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যহ্ন ভোজ শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, ১৯৫০ সালের ১ ডিসেম্বর যাত্রা শুরু করে দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মোংলা। তবে প্রতি বছর ১ ডিসেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়ে আসলেও এবার জাতীয় সংসদ নির্বাচনের কারণেই তা পিছিয়ে ৭ ফেব্রুয়ারী করেছে কর্তৃপক্ষ।

বিকেলে উপমন্ত্রী মোংলা পোর্ট পৌরসভার উদ্যোগে বিএডিএফ-এর অর্থায়নে পৌর মার্কেট কাম কমিউনিটি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় তিনি একই অর্থায়নে রাস্তাসহ মালামাল লোড আনলোড জেটি ও ইয়ার্ড নির্মান কাজের উদ্বোধন করেন। পরে উপমন্ত্রী দুস্থদের মাঝে কম্বল বিতরন করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *