মোংলা বন্দরের নতুন চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ, এনজিপি, এনডিসি, পিএসসি গতকাল রবিবার মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পূর্বতন চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হক, এনইউপি, এনডিসি, পিএসসি এর স্থলাভিষিক্ত হয়েছেন। এ উপলক্ষে মোংলা বন্দরে হস্তান্তর/গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মোংলা বন্দর নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ।
রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ ১৯৬৭ সালের ৩০ এপ্রিল কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শেখ ওসমান গনি এবং মাতা মিসেস খোদেজা বেগম। তিনি ১৯৮৫ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। রিয়ার এডমিরাল আবুল কালাম আজাদ দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। বাংলাদেশ নৌবাহিনীতে পেশাদারিত্ব ও বিশিষ্ট সেবার স্বীকৃতিস্বরুপ তাঁকে “নৌ গৌরব পদক’ দিয়ে ভূষিত করা হয়।
রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ ইংরেজি, তুর্কি এবং ফ্রেঞ্চ ভাষায় দক্ষ একজন কর্মকর্তা। তিনি খেলাধুলা এবং অন্যান্য μিয়াকলাপে খুবই আগ্রহী। তিনি গলফ খেলতে ও বই পড়তে ভালবাসেন। ব্যক্তিগত জীবনে রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ এর সহধর্মিনী বেগম নাওমী নাহরীন এবং তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।