মোংলা প্রেস ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
মোংলা প্রতিনিধি
মোংলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার স্থানীয় সংবাদদাতা এইচ এম দুলালের বিরুদ্ধে জনৈক রফিকুল ইসলাম বাবুলের দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে গতকাল শনিবার সকাল ১১ টায় ক্লাব হল রুমে এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সহ-সভাপতি দিদারুল আলম বিজয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতি এইচ এম দুলালের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও হয়রানীমুলক’ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মোঃ হাসান গাজী, দৈনিক জনকণ্ঠের আহসান হাবিব হাসান, দৈনিক কালের কণ্ঠের এম এ মোতালেব, দৈনিক সমকালের মনিরুল হায়দায় ইকবাল, দৈনিক যুগান্তরের আমির হোসেন আমু, এনটিভির আবু হোসেন সুমন, এটিএন নিউজের নিজাম উদ্দীন, ইন্ডেপিন্ডেন্ট টেলিভিশনের নুর আলম শেখ, সময় টেলিভিশনের মাহামুদ হাসান, বাংলা ভিশনের জসিম উদ্দিন, পরিবর্তনের এম এম ফিরেজ, দৈনিক জনতার ইব্রাহিম হোসেন, দক্ষিণাঞ্চল প্রতিদিনের শফিকুল ইসলাম শান্ত, আরটিভি’র সোহাগ মোল্যা ও দৈনিক গণ জাগরনের রিয়াজুল আলিম প্রমুখ। সভায় এইচ এম দুলালের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও হয়রানীমুলক’ মামলা দ্রæত প্রত্যাহারের দাবি ও নিন্দা জানান সাংবাদিকরা। একই ‘মিথ্যা মামলা’ দ্রæত প্রত্যাহারে দাবিতে মোংলা প্রেস ক্লাব ও স্থানীয় কর্মরত সাংবাদিকরা রোববার বেলা ১১টায় মোংলা শহরে মানববন্ধন পালন, সরকারে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে।