মোংলায় ২৬৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দ: প্রতিবেদক
বাগেরহাটের মোংলায় ২৬৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬)’র এর সদস্যরা। আটককৃত মোঃ মেরাজুল ইসলাম (২৯) মোড়েলগঞ্জ উপজেলার জামিরতলা এলাকার মোঃ আব্দুর রশিদ’র ছেলে। গতকাল শনিবার বেলা ১১টায় তাকে আটক করা হয়।
র্যাব-৬’র স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর মোঃ শামীম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানাধীন ৪নং ওয়ার্ড বুড়ির ডাঙ্গা, হোল সিমেন্ট এর মোড়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আসামী দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলার মোংলা থানার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করছে। তার বিরুদ্ধে বাগেরহাট জেলার মংলা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।