মোংলায় সোয়া কোটি টাকার বিদেশী কাপড় জব্দ
বাগেরহাট প্রতিনিধি
শুল্ক কর ফাকি দিয়ে অবৈধভাবে সমুদ্র পথে আসা প্রায় ১ কোটি ১৫ টাকা মূল্যের বিদেশী কাপড় জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার দুপুরে মোংলা থানাধীন হলদিবুনিয়া খাল সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মোংলা ও বিসিজি আউট পোস্ট নলিয়ান এর সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এগুলো জব্দ করে।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মংলা ও বিসিজি আউট পোস্ট নলিয়ান এর সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ১৫ টাকা অবৈধ বিদেশী ৮৩৩ পিস শাড়ি, ৫৯ পিস লেহেঙ্গা এবং ১০০ পিস চাদর জব্দ করা হয়।
এ সময় কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দল সুন্দরবনের ভিতরে পালিয়ে যায় বিধায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।