মোংলায় শহর রক্ষা বাধের খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় শহর রক্ষা বাধের সুইজ গেইট সংলগ্ন ঠাকুরানী খাল থেকে পলিথিনের বস্তায় মোড়ানো নব জাতকের একটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে খালে পলিথিনে মোড়ানো অবস্থায় মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে খাল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে। মোংলা থানার উপ পরিদর্শক শুধাংশ কুমর মন্ডল বলেন, পুলিশ সুরাতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মৃতদেহটি বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।