December 21, 2024
আঞ্চলিক

মোংলায় মাস্কের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় মোংলা সহ আশপাশের বিপনী কেন্দ্র এবং বাজারে হু হু বেড়ে চলছে মাস্কের বাজার মূল্য। করোনা ভাইরাসের ঝুকির মুখে মাস্ক নিয়ে বানিজ্য করছেন অসাধু ব্যবসায়ীরা। কোথায় কোথায়ও ২০ টাকার মাস্ক বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ২শ’ টাকা পর্যন্ত। এ অবস্থায় মাস্কের বাজার মূল্য নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়াতে বুধবার দুপুরে স্থানীয় বিভিন্ন বিপনী কেন্দ্র ও হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভুমি নয়ন কুমার রাজবংশি নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বিভিন্ন দোকানে পৌছে মাস্কের মূল্য যাছাই করেন। একই সঙ্গে দোকানের সামনে মাস্কের মূল্য তালিকা শাটানোর নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতের মাস্কের মূল্য বৃদ্ধি কিংবা নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান  ভ্রাম্যমান আদালতের বিচারক নয়ন কুমার রাজবংশি।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *